
মঙ্গলবার (৩০ জুলাই) মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকার রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আর্থিক সহায়তা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় উক্ত আর্থিক সহায়তা পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ হতে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়নে সেনাবাহিনীর এমন সহায়তায় এগিয়ে যাবে শিক্ষা ব্যবস্থা।
এ বিষয়ে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের বৈরী পরিবেশ থেকে উত্তোরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে শিক্ষার্থীদের স্বশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। দুর্গম পাহাড়ে বসবাসরত শিক্ষার্থীদের কল্যাণে সেনাবাহিনীর এ ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।