বৌদ্ধ ধর্মাবলম্বী মার্মা ও বড়ুয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ, বুধবার (০৯ অক্টোবর) সকালে ৯৭ ব্রিগেডের সদর দপ্তরে উপজেলার বিভিন্ন পাড়ার প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের হাতে আর্থিক অনুদান তুলে দেন ৯৭ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার।
এ সময় ৯৭ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা যেন তাদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে সেজন্যই আমদের আজকের ক্ষুদ্র প্রচেষ্টা। এছাড়াও তিনি বলেন, ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।