সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

0
51

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায়দের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। 

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ, স্প্রে মেশিন, ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানসহ মানবিক সহায়তা প্রদান প্রদান করেন।

এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতারসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here