আজ, ৯৭ পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের আওতাধীন বগালেক সেনা ক্যাম্প (১ বীর) কর্তৃক স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

চিকিৎসা সেবা প্রদান করেন বিএসএস-নয়া ক্যাপ্টেন মো. র সিন জামান অয়ন (আরএমও- ১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া, এমবিবিএস, (সি, ইউ) পিজিটি (চর্ম ও এলার্জি) সিসিডি (বারডেম) ডায়াবেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ। সারাদিন ব্যাপি ৩০ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং ৩১ জন শিশুসহ মোট ১১১ জন উপজাতিদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়।
