রুমা সেনা জোন কর্তৃক স্থানীয় জনগোষ্ঠীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

0
55

আজ, বান্দরবান পার্বত্য জেলার রুমা সেনা জোন ৩৮ ই বেংগল- এর তত্ত্বাবধানে পরিচালিত দায়িত্বপূর্ণ পাইক্ষ্যংপাড়া টিওবি এর এলাকায় দুস্থ ও অসহায় উপজাতিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ওমর ফারুক এবং মেডিক্যাল দলের সুদক্ষ মেডিক্যাল সহায়তায় বিভিন্ন বয়সের মোট ৯৩ জন (২০ জন পুরুষ, ৪৩ জন নারী এবং ৩০ জন শিশু) স্থানীয় জনগোষ্ঠীর মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পারদর্শী আটত্রিশের উক্ত মেডিক্যাল সহায়তা ইউনিট তথা বাংলাদেশ সেনাবাহিনীর সুনামকে উজ্জ্বল করেছে বলে প্রতীয়মান হয়েছে স্থানীয় জনগোষ্ঠীর মানুষদের।

বাংলাদেশ সেনাবাহিনীর দুর্গম অঞ্চলে মানবেতর চাহিদার পরিপূরণের দ্বারা মানুষের আস্থাভাজন হতে ও গৌরবের অংশ হিসেবে প্রকাশ করতে পারদর্শী আটত্রিশ সুদূর ভবিষ্যাতেও এ ধারা অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here