বান্দরবানের রুমায় পাহাড়িদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো সেনাবাহিনী

0
44


বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার মুনলাই পাড়ার ৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। 

এছাড়াও, রুমা জোনের পক্ষ থেকে স্থানীয় জনগণের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মেডিক্যাল ক্যাম্পেইন প্রত্যক্ষ করেন রুমা জোন (২৮ বীর) অধিনায়ক লেঃ কর্নেল কে. এম. আরাফাত আমিন। 

এদিন জোন অধিনায়ক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্থানীয় পাড়াবাসীদের আশ্বাস প্রদান করেন। 

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর জনগণের মধ্যে সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে, যা পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here