বিলাইছড়ি সেনা জোন কর্তৃক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

0
52

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম এলাকায় কৃতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন। শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে শুক্রবার (৬ ডিসেম্বর) বিলাইছড়ি মাধ্যমিক বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “শিক্ষাই উন্নয়নের একমাত্র মাধ্যম। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, সেনাবাহিনী শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবে।
বিলাইছড়ি জোন দুর্গম এলাকার শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতা কাটিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিয়মিতভাবে বিভিন্ন সহযোগিতা প্রদান করছে। পাশাপাশি, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমেও সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা প্রশংসিত।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here