খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী এবং অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন । রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন দীঘিনালা জোনের ৪ই বেংগলের জোন সদরে এসব অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অনুদান বিতরণ করেন দি বেবি টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি।
এ সময় দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের ৩ জন ও উপজেলার ৪ শিক্ষার্থীকে পড়াশোনা খরচ এবং একই সঙ্গে অস্বচ্ছল ৬ জন প্রতিবন্ধীকে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, সেনানিবাসের চিকিৎসক (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, ও অনারারি লেফটেন্যান্ট (এসএম) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।