মহালছড়ি সেনা জোনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সামগ্রী বিতরণ

0
47

 

মহালছড়ি জোনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল ও পেন বক্স ইত্যাদি।

রবিবার, জোন কমান্ডার উপস্থিত থেকে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। প্রত্যন্ত এলাকায় মহালছড়ি জোনের এরূপ সাহায্য পেয়ে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত। এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, এরূপ মহতী উদ্যোগে স্থানীয় জনগণ মহালছড়ি জোনের অত্যন্ত সন্তুষ্টি ও সাধুবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহত উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here