
অদ্য ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ (মঙ্গলবার) সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী তথা কাপ্তাই জোন সর্বদা আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার।