পানছড়িতে বিজিবি কর্তৃক গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

0
48

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে গাঁজা এবং মোটর সাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত, (১৬ জুন) বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্থ লোগাং বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ আলাউদ্দীন ও পানছড়ি থানা পুলিশের যৌথ অভিযানে এক মোটর সাইকেল এবং ০২ কেজি গাঁজাসহ উত্তোরণ চাকমা (৩৩) কে গ্রেফতার কর হয়। জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, দেব কুমার চাকমার ছেলে।

আটককৃত গাজার মূল্য ৭ হাজার টাকা এবং মোটর সাইকেলর আনুমানিক বাজার মূল্য ৯৫ হাজার টা। গ্রেফতারকৃত ব্যক্তিকে গাঁজা এবং মোটরসাইকেল সহ পানছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনচারুল করিম জানান,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি’র চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। এছাড়াও তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে বিজিবি’কে সহযোগিতা করার অনুরোধ জানান।

 

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here