
রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের গাছকাটাছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেছে বিলাইছড়ি সেনা জোন।
আজ, মঙ্গলবার (২৪ মে) বিলাইছড়ি জোন কেংড়াছড়ি বাজারে সকাল ০৯০০ হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। বিলাইছড়ি সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এ সেবা দেওয়া হয়। এ সময় সর্বমোট ১২০ জন দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করে।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মেডিকেল পরিচালনা করেন, বিলাইছড়ি সেনা জোনে মেডিকেল অফিসার বিপুল কুমার পাল।
বিলাইছড়ি সেনা জোন কমান্ডার বলেন, এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে জানান। পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তিও দুর্যোগকালীন সময়ে বিলাইছড়ি জোন যেকোন সহযোগীতায় পাশে থাকবে।
তিনি আরও বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*