বান্দরবানের গহীন পাহাড় থেকে ১৩টি দেশীয় অস্ত্র ও বার্মিজ মদ উদ্ধার

0
41

                                     

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও
বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি ।

গত, (২২ মে ২০২২) তারিখ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি
১১ বিজিবির একটি চৌকস  দল  দোছড়ি ইউনিয়নের
লেম্বুতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে একটি পাহাড়ে মাটির গর্তের ভিতরে লুকানো ও পরিত্যক্ত
অবস্থায় ১৩ টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১২ বোতল বার্মিজ মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে
আশে পাশে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করা হলে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। ফলে উদ্ধারকৃত
অস্ত্র এবং বার্মিজ মদ নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি করে জমা করা হয়েছে।

বিজিবির
অধিনায়ক ও জোন কমান্ডার সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকায় অবৈধ
অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী
কার্যক্রম রোধে বিজিবি
র এ ধরনের কার্যক্রম ও
তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here