সাউথ এশিয়ান পেশাদার বক্সিংয়ে লাইট ওয়েট শিরোপা জিতেছেন রাঙামাটির সুর কৃষ্ণ চাকমা

0
36

দেশের প্রথম পেশাদার বক্সিং ‘সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট—দ্য আল্টিমেট গ্লোরি’ ৬১ কেজি লাইট ওয়েট ইভেন্টে জিতেছেন রাঙামাটি জেলার জুরাছড়ির সুর কৃষ্ণ চাকমা।

টুর্নামেন্টে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের শুরুতেই অ্যাটাক করতে গিয়ে রিংয়ে পড়ে যান নেপালি বক্সার মহেন্দ্র বাহাদুর চাঁদ, ফলে নকডাউনের পয়েন্ট পান সুরকৃষ্ণ চাকমা। চার রাউন্ড শেষে তিন বিচারকের কাছ থেকে ৪০-৩৬,৪০-৩৬, ৩৭-৩৯ পয়েন্ট পেয়ে লড়াই জিতে নেন জুরাছড়ির এই বক্সার।

দেশের প্রথম পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা। ব্রিটিশ-বাংলাদেশি বক্সার আলী জ্যাকোর হাত ধরে পেশাদার জগতে যাত্রা শুরু হয়েছিল তাঁর ২০১৮ সালে। ভারতে গিয়ে দুটি লড়াই জিতেছিলেন। সেই শুরু, আর সেখানেই ইতি হতে চলেছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের। আলী জ্যাকোর সঙ্গে যোগাযোগ হারিয়েছিলেন, হারিয়েছিলেন পেশাদার জগতের পথটাও।

অবশেষে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের (বিবিএফ) উদ্যোগে সেই সুর রিংয়ে নেমেছেন দেশের মধ্যেই।

 

বাংলাদেশ, নেপাল ছাড়াও ভারতের এক বক্সার অংশ নেন এ আসরে। এই ইভেন্টে মোট তিনটি আন্তর্জাতিক লড়াই হয়। এ ছাড়া আরও চারটি লড়াইয়ে স্থানীয় আটজন বক্সার লড়েন।

তবে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মধ্যদিয়েই বাংলাদেশ অনুষ্ঠিকভাবে প্রবেশ করল পেশাদার বক্সিং যুগে। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের অনুমোদনে আয়োজিত প্রতিযোগিতায় সহযোগিতা করেছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশনস।

এ আসরে বাংলাদেশ, নেপাল ও ভারতের ১৪ জন বক্সার ওয়েট ক্লাসে মোট সাতটি ফাইটে অংশ নেন। তারকা বক্সার মোহাম্মদ আল আমিন ও সুরো কৃষ্ণ চাকমাসহ বাংলাদেশের মোট ১১ জন বক্সার খেলেছেন এ টুর্নামেন্টে।

প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ ও নেপালের দুই পেশাদার বক্সার মোহাম্মদ আল আমিন এবং ভারত চাঁদের ফাইট। ৬৬ কেজি ওয়েল্টারওয়েট ক্যাটাগরির এ দুই বক্সার চার রাউন্ড লড়াই করেন। যেখানে জয় পান গত বাংলাদেশ গেমসে সোনা জেতা বক্সার আল আমিন।

দেশের বক্সারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দিতে এবং বক্সিং খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ করে দিতেই বিবিএফের এই আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি আদনান হারুন।

বৃহস্পতিবার প্রতিযোগিতার সফল সমাপ্তির পর শনিবার তিনি বলেন, ‘দেশে এমন ত্রিদেশীয় পেশাদার বক্সিং টুর্নামেন্টের আয়োজন এর আগে কেউ করেননি। আমাদের বক্সিংয়ের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। আমি বিশ্বাস করি আমাদের আয়োজন আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে।’

বিবিএফের সভাপতি আরও বলেন, ‘আমি নিজেই একজন বক্সার। বক্সিংকে ভালবাসি বলেই সংগঠকের ভূমিকায় থেকে এই খেলার উন্নয়নে কাজ করতে নেমেছি। সবার সহযোগিতা পেলে দেশে পেশাদার বক্সিং খেলাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলতে পারবো বলে বিশ্বাস করি।’পার্বত্য চট্টগ্রামের সকল 

খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here