
“বান্দরবান
সেনা রিজিয়নের সদর জোনের দুলুপাড়া আর্মি
ক্যাম্পে কর্তৃক বিশেষ অভিযানে চাঁদা সংগ্রহের
বই এবং অন্যান্য সরঞ্জামাদিসহ পিসিপি কেন্দ্রীয়
কমিটির সহ-সভাপতি এবং
জেএসএস (মূল) এর চাঁদা সংগ্রহকারী গ্রেফতার”
গত ২০ মে
২০২২ তারিখ ২০০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের সশস্ত্র চাঁদাবাজ
দমনে বান্দরবান রিজিয়নের সদর জোনের দুলুপাড়া আর্মি ক্যাম্পে
কর্তৃক উপজেলার দুলুপাড়া এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালায়।
উক্ত অভিযানে
পিসিপি কেন্দ্রীয়
কমিটির সহ-সভাপতি এবং
জেএসএস (মূল) এর চাঁদা সংগ্রহকারী থুই মং মারমা (৩০),
থুইনু মং মারমা (২৩) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের
কাছ থেকে একটি চাঁদা সংগ্রহের রশিদ বই, ০৩ টি মোবাইল সেট, ০২ টি ম্যানি ব্যাগ, ০২ টি
ব্যাগ, ০১ টি পাওয়ার ব্যাংক, নগদ ১৬,৭৫৪.০০ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা
হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির
মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেএসএস (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য
বলে জানা যায়।
জোন অধিনায়ক,
বান্দরবান সদর জোন জানান, এই অভিযান পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ
ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি
বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা যায়।