
আজ, বৃহস্পতিবার (১২ মে) রাঙামাটির জুরাছড়ি জোনের আওতাধীন লুলংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক তদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে সর্বমোট ৪০ জন অসহায় ও দুস্থ ব্যক্তিবর্গকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পে বাঙালি ও উপজাতিরা সকলেই চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় পাড়াবাসীর সকলে অত্যন্ত খুশী হন এবং সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রমকে ধন্যবাদ জানান। প্রত্যন্ত এই এলাকা গুলোতে জুরাছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে এ সেবা দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*