কাপ্তাইয়ে চোলাই মদসহ ০১ সিএনজি চালক আটক।

0
38

গত, মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে ২শ’ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক। একই সাথে মদ পাচারে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে পুলিশ।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনের কাছ থেকে জানা যায় আটককৃত সিএনজি চালক শুভ নাথ (২১) পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সামুরা গ্রামের রবীন্দ্র নাথের ছেলে। 
থানা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাসেল মোল্লা, এসআই মোঃ ইখতিয়ার হোসেন, এএসআই সারোয়ার হোসাইন, এএসআই লিমন মিয়া ও সঙ্গীয় ফোর্স ঘটনার দিন সন্ধ্যায় কাপ্তাই সড়কের রেশমবাগান পুলিশ চেকপোস্ট এলাকা থেকে পাচারকারী শুভ নাথকে আটক করে। এ সময় সিএনজি তল্লাশি করে ২শ’ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃত সিএনজি চালক শুভ নাথ জানান তিনি কাপ্তাইয়ের ওয়াগ্গা থেকে সিএনজি যোগে চোলাই মদগুলি চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে বহণ করছিল।
পুলিশ জানান, আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ, (বুধবার) সকালে আসামীকে বিজ্ঞ আদালতের কাছে প্রেরণ করা হয়।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here