রাঙ্গামাটির ৭ আর ই ব্যাটালিয়ন এর অন্তর্গত হরিণছড়া হতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী আটক।
অদ্য ০১ মে ২০২২ তারিখ ০৫৩০ ঘটিকায় ৭ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হরিণছড়া এলাকা হতে বিমল চাকমা (২২) সন্ত্রাসীকে ১× অটোমেটিকস (এসএমজি), ১× ম্যাগাজিন, ১× দেশীয় বন্দুক, ১৫× রাউন্ড এ্যামোনিশন, ১× রামদা, ১× স্মার্ট ফোন, ২x বাটন ফোন, ১× ব্যাগ এবং নগদ ৭০৫৭.০০ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সন্ত্রাসী। উক্ত আটককৃত সন্ত্রাসী, অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি বড়ইছড়ি থানা পুলিশ, কাপ্তাই, রাঙ্গামাটি জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক জানান, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*