
সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকালে মানবিক সহায়তার অংশ হিসেবে পলাশপুর মহিলা এতিমখানার ৭৫ জন এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী, মোহাম্মদপুর জামে মসজিদে সাউন্ড সিস্টেম, দারুস সুন্নাহ মাদ্রাসা ও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন রকমের খেলাধুলা সামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার ও জোন উপ-অধিনায়ক।
মানবিক সহায়তা প্রদান শেষে জোন কমান্ডার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।