
পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়ন” এই
মূল মন্ত্রকে বুকে ধারণ করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা। এরই
ধারাবাহিকতায় দূর্গম পাহাড়ের রাঙ্গামাটি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ের অসহায়
ও দুস্থ ব্যক্তিবর্গের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের
সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সব সময় পাশে ছিল এবং এই ধরনের
মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ শুক্রবার (১৫ মার্চ) রাঙ্গামাটি জোন কর্তৃক ১২৯জন
উপজাতি ও ১৬ জন বাঙালি ব্যক্তিবর্গের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা
হয়। এ সময় উক্ত চিকিৎসা সেবা পেয়ে সকলেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।