সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার সিন্দুকছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনকল্যানমূলক সহায়তা প্রদান করেছে সিন্দুকছড়ি সেনা জোন।
আজ, বুধবার (১৩ মার্চ) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঘর নির্মাণ, অসহায় কৃষকদের মাঝে কীটনাশক, দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসহায় ব্যক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জোন কমান্ডার উপস্থিত থেকে উক্ত মানবিক সহায়তা অসহায়দের হাতে তুলে দেন।
সিন্দুকছড়ি জোনের এই মহতী উদ্যোগে এলাকার সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী তথা সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোন কমান্ডার বলেন, জোনের অধিনস্থ এলাকার স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।