মহালছড়ি জোন কর্তৃক অসহায় ও দুস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সম্প্রীতি ও উনয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির দুর্গম এলাকার পাহাড়ি দরিদ্র ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।   

আজ, ১৩ মার্চ (বুধবার) পার্বত্য অঞ্চলের অসহায় ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মহালছড়ি জোন কর্তৃক স্থানীয় কয়েকশত উপজাতি এবং বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।   

মহালছড়ি জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানের পাশাপাশি অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।