বান্দরবান রিজিয়িন কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি বান্দরবান রিজিয়নের
দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়িন কমান্ডারের  নেতৃত্বে সোমবার (১১
মার্চ) সকাল থেকে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩৮৬ জন (বাঙালি) গরিব ও অসহায় ব্যক্তিবর্গের
মাঝে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

সাধারণ মানুষজন ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়ে বান্দরবান রিজিয়নের প্রতি আন্তরিক
কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় রিজিয়িন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায়
বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে
সব ধরনের মানবিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।