পাহাড়ের ধর্মগুরু ভান্তেদের অপকর্মের লীলাখেলা

0
24

ধর্ম আর ভান্তে দুটোর কান্ডে ধর্ম প্রাণ জনগণ এখন পার্বত্য চট্টগ্রামে জীবনের পাশাপাশি চারিত্রিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। যারা সত্যিকারে ধর্মগুরু তারা এখন হতাশায় নিমজ্জিত। 

পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু ধর্মীয় উপাসনালয়ে উপজাতি সন্ত্রাসীরা দখল করে অপকর্মের আখড়া করে তুলেছে। তাদের সদস্যরাই ভান্তে রুপ ধরে সাধারণ যুবতিদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যৌন কাজে ব্যবহার করছে।

একজন ধর্মগুরুর এহেন চরিত্র সম্পর্কে এখন আর সুশীল নামক রাষ্ট্রদ্রোহীদের কোন কথা বা টকশো দেখা যাবেনা। কারণ তারাও এদের সাথে এ কাজে জড়িত। এহেন চরিত্রের যারা পাহাড়ে রয়েছে গোপন সূত্রে জানা যায় তারা মায়ানমার ও ভারতের সাথে অবৈধ অস্ত্র সরবরাহ ও নারী ব্যবসায় জড়িত রয়েছে। এবং দেশের কিছু সুশীল নামধারী দেশবিরোধী চক্রকে তারা নারী ভোগকারী হিসাবে পাহাড় থেকে সাদা চামড়াধারী নারী দিয়ে তাদের মন জয় করে। সন্ত্রাসীদের পক্ষে কথা বলার আবেদন জানায়। এবং নারী ও অর্থের লোভে সুশীল নামধারী দেশবিরোধী একদল কুচক্রী মহল সর্বদা পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কথা বলে।

পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক সাধারণ ধর্ম প্রাণ জনগণের প্রতি আবেদন। আপনারা যারা এখনো এদের চক্রান্তকে বুঝতে পারেন নি। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের ভিতর বসবাস করছেন। এবং পবিত্র ধর্মশালা গুলো এদের দ্বারা অপবিত্র হচ্ছে। 

দ্রুত আপনারা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ জনগনকে রক্ষা করুন। এবং ধর্মাপালনে সাধারণ জনগনকে যৌন লালসার শিকার থেকে বাঁচান।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন* 

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here