পানছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত বিতরণ করলো মানবিক সেনাবাহিনী

 

গত বুধবার (২৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০০ টি পরিবারের মাঝে পানছড়ি সেনা জোনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি। কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন এতে অন্যান্যদের মধ্যে ছিলেন ৩০ বীর ব্যাটালিয়ন উপ-অধিনায়ক ও খাগড়াছড়ি জোন ইনচার্জ মেজর মোঃ রিয়াদুল ইসলাম (পিএসসি), ক্যাপ্টেন মিজান উর রশীদ।

সেনাবাহিনীর এরকম সহায়তা পেয়ে মধ্যনগর গ্রামের ৭৮ বছর বয়সী আতাউর রহমান বলেন, সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করে। আমি তাঁদের জন্য সবসময় দোয়া করি।

ঊর্মিলা ত্রিপুরা প্রত্যন্ত পদ্দিনী পাড়ার ৮৫ বছরের বয়োবৃদ্ধা বলেন, আর্মি কম্বল দিয়েছে। এটি ভালো কাজ। গরম কাপড় পেয়ে অনেক উপকার হলো।

আগামীতেও খাগড়াছড়ি রিজিয়ন এই মানবকল্যাণ মূলক কাজের ধারাবাহিকতাকে অব্যাহত রাখবে বলে মত প্রকাশ করে ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার বলেন, খাগড়াছড়ি রিজিয়ন অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সবসময় পাশে রয়েছে।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht