সাজেকে রাষ্ট্র বিরোধী পোস্টার ও বিভিন্ন সরঞ্জামসহ ইউপিডিএফ’র দুই সন্ত্রাসী আটক

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাজাছড়া এলাকায়
সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাগাইহাট জোন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বত্য চুক্তি
বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত) দলের ২ সন্ত্রাসীকে রাষ্ট্র বিরোধী
পোস্টারসহ
বিভিন্ন সরঞ্জামসহ
আটক করেছে।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার (২৫ ডিসেম্বর) মধ্য রাতে বাগাইহাট সেনা
জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরীর (পিএসসি) এর নির্দেশে এই অভিযান
পরিচালনা করে বাগাইহাট জোনের আওতাধীন শহীদ লেঃ মুসফিক আর্মি ক্যাম্পের একটি সেনা টহল
দল। এ সময় হাজাছড়া এলাকায় ৪ হাজার রাষ্ট্র বিরোধী উস্কানীমূলক পোস্টার, ২০টি বড় ডিজিটাল
ব্যানার ও একটি নম্বর বিহীন অবৈধ মোটরসাইকেল সহ ইউপিডিএফ (প্রসীত) দলের দুই সক্রিয়
সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়।
আটকৃতরা হলেন-
পাভেল চাকমা (২৫) ও খোকন চাকমা (২৭)।

আটককৃত দু’জন জানায়, তারা ইউপিডিএফ (প্রসীত) দলের সক্রিয়
সদস্য। ইউপিডিএফ (প্রসীত) দলের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে তারা এসব রাষ্ট্র বিরোধী উস্কানীমূলক
পোস্টার ও ব্যানার টাঙানোর কাজ করছিলো। জিজ্ঞাসাবাদ শেষে,
আটককৃত সন্ত্রাসীদেরকে উদ্ধারকৃত দ্রব্যাদিসহ রাতেই সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht