বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে্র শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর উদ্যেগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

0
41

 

“সবাই মিলে শপথ করি পরিচ্ছন্ন দেশ গড়ি “এ প্রতিপাদ্যে সামনে নি‌য়ে বান্দরবান
শহ‌রের আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ক‌রেছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
ও কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৬ ন‌ভেম্বর) সকালে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী ও কলেজের শতাধিক
শিক্ষার্থী শহরের ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ, বাজার এলাকা, চৌধুরী মার্কেটসহ বিভিন্ন
স্থানে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালায়।

এই অভিযানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল সিরাজুল
ইসলাম উকিলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দও অংশ নেয়। তিনি বলেন ছোটবেলায় গুরুজনরা, বিশেষ করে স্কুলের শিক্ষকরা
সব সময়ই আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলতেন। আমরাও তাঁদের আদেশ পুঙ্খানুপুঙ্খ পালন
করতে সচেষ্ট থাকতাম। পরিষ্কার-পরিচ্ছন্নতাকে মনে করা হতো ইমানের অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন
থাকার জন্য তেমন একটা পয়সা খরচ হয় না। দরকার মাত্র ইচ্ছাশক্তির, সুন্দর থাকার মানসিকতার।
শুধু নিজের বই-খাতা, পড়ার টেবিল-চেয়ার, পোশাক-পরিচ্ছদ বা বিছানাপত্র পরিচ্ছন্ন রাখাই
নয়, প্রাথমিক ও হাই স্কুলের ছাত্র থাকাকালে আমাদের নিয়মিত শ্রেণিকক্ষ আর স্কুলের মাঠ
পরিষ্কার রাখতে হতো। পরিচ্ছন্নতা শরীরকে রোগ-বালাইয়ের হাত থেকে যেমন রক্ষা করে, তেমনি
রোগ ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। আসলে সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা একান্ত
অপরিহার্য। আর এই পরিষ্কার-পরিচ্ছন্নতা বলতে শুধু নিজের পরিধেয় কাপড়চোপড়, বিছানাপত্র
বা ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার কথা বোঝায় না, পারিপার্শ্বিক সব কিছুকে পরিচ্ছন্ন রাখার
কথা বোঝায়। একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু শরীরকেই ভালো রাখে না, মনকেও ভালো রাখে। 
ছাত্র ছাত্রীদের এমন অভ্যাস গড়ে তুলতে তিনি এ অভিযান পরিচালনা করে।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শতাধিক ছাত্রছাত্রী স্বাস্থ্য বিধিমেনে মুখে মাস্ক ও হাতে গ্লাভস দিয়ে ঝাড়ু, ঝুড়ি হাতে নিয়ে শহরে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করে। প্রায় দুইঘন্টারও উপরে  তাদের এ কার্যক্রম চলে। ছাত্র ছাত্রীদের পাশাপাশি সেনাবাহিনীও এ অভিযানে অংশগ্রহন করে।


 

*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে
নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

 

 

 





 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here