পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

0
38

 

পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর অবকাঠামো উন্নয়নের
ফলে পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের ন্যায়
 সরকারের পাশাপাশি সেনাবাহিনীর প্রচেষ্টায় পার্বত্য
চট্টগ্রামেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

পার্বত্যাঞ্চলের চিকিৎসা সেবার মানোন্নয়ন সরকারের ব্যাপক পরিকল্পনা
রয়েছে পার্বত্যাঞ্চলে যেসব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলোকে তরান্বিত করতে
এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী শূন্য পদে জনবল
নেওয়া হবে। পার্বত্যবাসী যাতে ঘরে বসে উন্নত চিকিৎসা নিতে পারে সরকার সে লক্ষ্যে কাজ
করে যাচ্ছে। রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ হওয়ার পর এখানকার স্বাস্থ্য সেবা বেশ উন্নত
হয়েছে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার।
বর্তমান সরকারের ক্ষমতায়নে স্বাস্থ্য খাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন। মহামারী
করোনাকালীন সময়ে অনেক ঝুঁকি নিয়ে দুঃসাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন।
 ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে পার্বত্য চট্টগ্রামের
স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হবে। করোনা পরিস্থিতি
নিয়ন্ত্রণে সরকার ৪ হাজার ডাক্তার ও ৮ হাজার নার্স নিয়োগ দিয়েছে।

এছাড়াও দুর্গম পার্বত্য এলাকার অসহায় গরীব জনগণের চিকিৎসা সেবায়
বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে
নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here