রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার কাপ্তাই চিৎমরম এলাকার ইউপি নির্বাচনে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ ও বাংলাদেশ সেনাবাহিনীকে অস্ত্রধারীদের বিরুদ্ধে অপারেশন উত্তরণ জোরদার করার আহ্বান জানান। আজ সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে আঞ্চলিক দলগুলো বেছে বেছে পার্বত্য অঞ্চলের নিরীহ মানুষদের উপর হত্যাযজ্ঞ, চাঁদাবাজি চালাচ্ছে। কিছুদিন আগে তারা নে থোয়াই মারমাকে হত্যা করেনি হত্যা করেছে দেশের গণতন্ত্রকে। তিনি বলেন, নে থোয়াই মারমার অপরাধ ছিল গণতান্ত্রিক নির্বাচনে নিরীহ মানুষদের হয়ে কাজ করার জন্য প্রার্থী হয়েছিলেন। এটাই তার বড় অপরাধ। ইতিপূর্বে জুরাছড়ির অরবিন্দ চাকমা, বিলাইছড়ির সুরেশ তঞ্চঙ্গ্যা সহ অসংখ্য নেতা কর্মীর উপর তারা হত্যাযজ্ঞ চালায়। তিনি এসব হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির গর্ব ইতিপূর্বে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তাদের তৎপরতার কারণে কিছুদিন পার্বত্য অঞ্চলে হত্যাযজ্ঞের মত সন্ত্রাসী কার্যক্রম কিছুটা বন্ধ ছিল নতুন করে ইউপি নির্বাচনকে ঘিরে আবারো আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হত্যাযজ্ঞে নেমে তারা কাপ্তাই চিৎমরম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমকে হত্যা করেছে।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের দমন করতে নতুন করে তৎপরতা বাড়াতে হবে। অপারেশন উত্তরণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর তৎপরতা আরো বেশী বাড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।