খাগছড়ির মানিকছড়িতে ৫ শত বছরের পুরনো মং রাজপরিবারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা দ্বাদশ মং রাজা মং প্রূ সাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যাগে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে অনুদান এবং শীতার্ত গরীবের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান। এসময় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধের সময় রাজা মংপ্রু সাইন বাহাদুরের যে ভূমিকা ছিলো, যে অবদান ছিলো তা অস্বীকার করার কোন সুযোগ নেই। তিনি অন্য দুই রাজার মত শত্রুবাহিনীর সাথে হাত না মিলিয়ে দেশ রক্ষায় ঝাপিয়ে পড়েছেন। বিজয়ের মাসে তার আত্মার শান্তি কামনা করে মং রাজার ফাউন্ডেশনের জন্যে ৫ লক্ষ এবং রাজ বাড়ি বিহারের অতিথি শালার জন্য এক লক্ষ টাকা প্রদান করেন প্রধান অতিধি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে রাজবাড়ী পরিদর্শন শেষে মং রাজপরিবারের বৌদ্ধ মন্দির/কিয়াং ঘর পরিদর্শন করেন এরিয়া কমান্ডার। পরে ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।