রাঙামাটির নানিয়ারচরে নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়: ০১ সশস্ত্র সন্ত্রাসী নিহত এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

0
45

 

অদ্য ০৩ ডিসেম্বর ২০২০ তারিখ
আনুমানিক ০৯০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, নানিয়ারচর উপজেলার
১৮ মাইল এবং ১৯ মাইল এলাকার আরএমএমকে সড়কের ১৯ মাইল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে
ইউপিডিএফ সশস্ত্র দলের সন্ত্রাসী সাজেক চাকমা (৩৫) সাধারণ জনগণ এবং যানবাহনের কাজ থেকে
অবৈধভাবে চাঁদা আদায় করছে। উক্ত তথ্য পাওয়া মাত্রই নানিয়ারচর জোন থেকে একটি টহল
বর্ণিত এলাকায় পাঠানো হয়। টহলদল অত্যন্ত দ্রুতগতিতে ১৯ মাইল যাত্রী ছাউনির পূর্বে
যে বাক আছে তা অতিক্রম করার সময় সাজেক চাকমাসহ আরো দুইজন সন্ত্রাসীকে চাঁদা আদায়রত
অবস্থায় দেখতে পায়। সেনাবাহিনীর তাৎক্ষণিক উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সাজেক চাকমা
গুলিবর্ষণ করে এবং অপর দুইজন সন্ত্রাসী দৌড়ে পালায়। ইতোমধ্যে সেনাসদস্য নিরাপদ অবস্থান
নিয়ে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র সন্ত্রাসী সাজেক চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই
নিহত হয়।

পরবর্তীতে নানিয়ারচর থানা
পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত সন্ত্রাসীর দেহ তল্লাশি করে একটি ০১ টি
একে-২২ অ্যাসল্ট রাইফেল ও ম্যাগজিনসহ ০৪ রাউন্ড গুলি, ০১ টি ৭.৬৫ মিঃ মিঃ পিস্তল ও
ম্যাগাজিনসহ ০৩ রাউন্ড গুলি, ০৩ টি মোবাইল ফোন, নগদ ১৮,৩৫৯.০০  টাকা, কৃষি ব্যাংকের ০২ টি জমা রশিদ এবং ০২ টি ব্লেড
উদ্ধার করে। প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে পুলিশ উক্ত মরদেহ ময়নাতদন্তের
জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এখানে উল্লেখ্য যে, নিহত সাজেক
চাকমা ইউপিডিএফের একজন অত্যন্ত সক্রিয় সশস্ত্র সদস্য যার অধীনে বেশ কয়েকজন স্থানীয়
চাঁদা আদায়কারী চাঁদা আদায়ের কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here