রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

খাগড়াছড়ি
রামগড় উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে ১নং ইউপিস্থ বলিপাড়া এলাকা থেকে অবৈধভাবে বালু
উত্তোলন কালে হাতেনাতে ধরে অর্থদন্ড প্রদান করেছে রামগড় উপজেলা প্রশাসন।


রবিবার (১৫) নভেম্বর বিকেলে
উপজেলার খাগড়াবিল এলাকায় বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই
জরিমানা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফ ও সহকারি কমিশনার
(ভূমি) সজিব কান্তি রুদ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমান আদালত
পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মু,মাহমুদ উল্লাহ মারুফ জানান, রামগড় উপজেলা
১নং ইউপি’র বলিপাড়া বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন এ বিযয়ে কাউকে ছাড় দেওয়া
হবেনা এবং এ অভিযান অব্যাহত থাকবে।