খাগড়াছড়ি
পার্বত্য জেলার দীঘিনালায় আবারো মানবতার কান্ডারি হয়ে এক অসুস্থ শিশুর পাশে
দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। অসুস্থ এক শিশুকে চিকিৎসার জন্য নগদ
অনুদান প্রদান করা হয়। অসুস্থ ওই শিশুর নাম পদ্মা রানী দাশ। সে মেরুং এলাকার লালন
চাকমার মেয়ে। এসময় জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন শিশুটির বাবার
হাতে অনুদান তুলে দেন ।
রোববার
(১৫ নভেম্বর) সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ পাঁচ
হাজার টাকা প্রদান করেন, জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
এ ব্যাপারে শিশুটির বাবা লালন
চাকমা জানান, আমার মেয়ে খুব অসুস্থ। চিকিৎসা করাতে পারছিলাম না। এখন জোনের পক্ষ
থেকে নগদ পাঁচ হাজার টাকা অনুদান পেয়েছি, চিকিৎসা করাতে পারবো। আমরা সেনাবাহিনীর
প্রতি কৃতজ্ঞ।
দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ
অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি
ও বাঙ্গালীদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত
রেখেছেন, পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি বাঙ্গালীদের সাহায্য সহযোগিতা করে আসছে,
বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।