খাগড়াছড়ি সদর জেলা জোন ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া ও আগুন নেভানোর বিভিন্ন কলা কৌশল প্রদর্শন এবং জনসেচতনামূলক প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২
নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদরে মধুপুর বাজারে সাধারণ মানুষের মাঝে
অগ্নি নির্বাপন মহড়া ও
বাসাবাড়ি ও
দোকানপাটে অনাকাঙ্খিতভাবে ঘটে যাওয়া
অগ্নিকাণ্ড থেকে
জানমাল রক্ষার্থে খাগড়াছড়ি সদর
জোন ও
খাগড়াছড়ি ফায়ার
সার্ভিস এন্ড
সিভিল ডিফেন্স জনসচেতনতা মূলক
প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
২২ বীর খাগড়াছড়ি সদর জোনের
ক্যাপ্টেন মোহাম্মদ মাশরুব এলাহী
।
এসময় মধুপুর বাজারে সাধারণ মানুষের মাঝে
গন সচেতনতা ও
আগুন নেভানোর বিভিন্ন কৌশল
সম্পর্কে ভ্রাম্যমান প্রাক্টিক্যাল ধারণা
প্রদান করেন
খাগড়াছড়ি ফায়ার
সার্ভিস ও
সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাজেস
বড়ুয়া।