সেনাবাহিনী
রাজস্থলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাজারের পাশে কাপ্তাই নদী থেকে প্রায় তিন লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করে।
গতকাল
বুধবার (১১
নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টায়
সাব জোন
২৩ বেঙ্গলের সেনা সদস্যরা আগে
থেকেই কাপ্তাই নদীতে উপস্থিত থাকার কারণে কাঠ পাচারকারীরা সেনাবাহিনীর
উপস্থিতি টের
পেয়ে অবৈধ
সেগুন কাঠ
ফেলে পালিয়ে যায়।
সেনাবাহিনী ঘটনাস্থল থেকে কাঠগুলো উদ্ধার করে
। এ ব্যাপারে রাজস্থলী সাব
জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব জানান,
গোপন সংবাদের ভিত্তিতে আমরা
অভিযান চালাই। এসময় কাপ্তাই নদী দিয়ে
পাচারকালে অবৈধ
সেগুন কাঠ
প্রায় তিন লক্ষ
টাকার অবৈধ
সেগুন রদ্ধা
জব্দ করে
বন বিভাগ রাজস্থলী সদর রেঞ্জকে হস্তান্তর করি।
বিষয়টি রাজস্থলী সদর
রেঞ্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন
নিয়াজী বলেন,
গতকাল বুধবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে কাঠ জব্দ
করে আমাদেরকে হস্তান্তর করছে।
আমরা এ
বিষয়ে বিভাগীয় বন মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিদিন কাঠ
চোরাকারবারীদের প্রতিরোধ করতে অভিযান অব্যাহত থাকবে
বলে বন
রেঞ্জ কর্মকর্তা জানান।