‘দেশের সীমানায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করবো না’ পুলিশ মহা পরিদর্শক ড. বেনজীর আহমেদ

 

পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশের কোথাও কোন ধরণের সন্ত্রাসী
কার্যক্রম এবং রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ড বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন
বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)

 

বুধবার (১১ ন‌ভেম্বর) দুপু‌রে গর্ণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৪
কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয় তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শে‌ষে
সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

এসময় ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আরো বলেন, দেশের সকল
মানুষের সর্বোচ্চ নিরাপত্তা, শান্তি ও শৃংখলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে
যাচ্ছে। তিনি পুলিশের সক্ষমতা ব্যাপারে বলেন, পুলিশের সক্ষমতার বৃদ্ধির বিষয়টি
একটি চলমান প্রক্রিয়া।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা কাজ করছি।
ইতিমধ্যে অনেক পরিবর্তিত হয়েছে। পুলিশ জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং যাবে।

 

পরে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ফিতা কে‌টে নবনির্মিত পুলিশ
অফিসার্স মেস উদ্বোধন করেন এবং ভবন পরিদর্শন করেন।

এ সময় পুলিশের চট্টগ্রাম রে‌ঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার
হো‌সেন, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী
প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদসহ পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।