তিন পার্বত্য জেলা পরিষদগুলোর জনবল ঘাটতি মেটানোর লক্ষ্যে জনবল কাঠামো সংশোধন করার উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রনালয়। জেলা পরিষদগুলো কাজ করলেও, কার্যক্রম পরিচালনায় পরিষদগুলোর তথ্য ব্যবস্থাপনা বা ডকুমেন্টাশন সিষ্টেম খুবই দুর্বল
বলে মনে করেন পার্বত্য মন্ত্রনালয়।
সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ‘কর্মকর্তা–কর্মচারিদের দক্ষতা উন্নয়নে অভ্যন্তরীণ প্রশিক্ষণ” অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায় একথা বলেন। জেলা পরিষদের জনসংযোগ শাখার এক তথ্য বিবরণীতে এ কথ্য জানানো হয়েছে।
প্রশিক্ষণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরীসহ পরিষদের কর্মচারিরা অংশগ্রহণ করেন।
অতিরিক্ত সচিব বলেন, পার্বত্য মন্ত্রণালয়ের কাজ মানে জেলা পরিষদেরই কাজ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৬টি সংস্থার (তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড) কাজের সমন্বয় করে। সঠিক এবং স্বচ্ছতার সাথে এ সব কার্যক্রম পরিচালনায় কর্মকর্তা–কর্মচারিদের প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি বলেন– পার্বত্য জেলা পরিষদগুলোর জনবল ঘাটতি আছে এ বিষয়ে মন্ত্রণালয় অবগত আছে। এজন্যে পরিষদগুলোর জনবল ঘাটতি মিটানোর জন্য জনবল কাঠামো সংশোধন করা হচ্ছে। তসত্বেও দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে সবাইকে কাজ করে যেতে হবে বলে তাগিদ দেন তিনি ।