সন্ত্রাসীদের গুলিতে হাতি নিহত

 

কক্সবাজার
উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের সংরক্ষিত
বনবিভাগের এলাকা থেকে গুলিবিদ্ধ হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে গুলিবিদ্ধ মৃত
এ বন্য হাতি উদ্ধারের পূর্বে বনকর্মীদের মাঝে নানা নাটকীয়তা শুরু করে। গত বুধবার গুলিবিদ্ধ
মৃত হাতিটি কে বা কারা মাটিতে ফুতে ফেলার পর খবর পেয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা বনকর্মী
নিয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান এবং হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফুলছড়ি
রেঞ্জের চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের সংরক্ষিত বনবিভাগের কালাপাড়া এলাকায় হাতির
মৃত্যুর এ ঘটনা ঘটে।

শনিবার
দুপুরে মাটিতে পুতে রাখা অবস্থা থেকে হাতিটি উদ্ধার করে বনকর্মীরা। রবিবার দুপুরে ওই
মৃত হাতির ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে হাতিটির শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে চিকিৎসক
সূত্রে জানায়।

অনুসন্ধানে
জানা যায়, ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের কালাপাড়ার হাতি হত্যায় তৎপর রয়েছে বেশ
কিছু সন্ত্রাসী গ্রুপ। তারা এখন সুযোগ পেলেই অধিক পরিমানে অর্থের লোভে বনের
বিভিন্ন নিরীহ হাতি হত্যা করে এর দাত বিভিন্ন দেশে পাচার করে থাকে বলে যানা যায়। কারণ,
তারা   এইসব অর্থের বিনিময়ে নিয়মিত বিদেশ থেকে বিভিন্ন প্রকার
মরনাঅস্ত্র আমদানি করে থাকে। এসব অস্ত্রের মাধ্যমেই সন্ত্রাসী সংগঠন গুলো
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে বছরে প্রায় ৪০০ কোটি টাকার চাঁদা আদায় করছে।
এজন্য তারা অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে।

স্থানীয়
সূত্রে জানাগেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন উপজেলার খুটাখালী
বনবিটের সংরক্ষিত বনাঞ্চালের ভেতরে প্রতিদিন হাতির পাল দেখা যায়। ইউপিডিএফ এবং জেএসএস
এর সন্ত্রাসীদের খুনখারাবির পাশাপাশি চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ নানা রকম সন্ত্রাসী
কার্যক্রমের শিকার হচ্ছে পার্বত্যবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে এখন বনের নিরীহ
হাতিও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না ।

স্থানীয়রা সূত্রে, আরও জানা
যায় যে
, এই বন্য হাতিকে গুলি করে হত্যা করার পরে মৃতদেহ রাতের অন্ধকারে মাটিতে ফুতে ফেলা হয়। মূলতঃ হাতির দাঁত সংগ্রহের জন্য সংঘবদ্ধ সন্ত্রাসী দল এই হাতিকে গুলি করে হত্যা করেছে। এখন অন্যান্য
সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি তারা বন্য প্রাণি শিকার করে চোরা চালানের সাথে জড়িয়ে
পরছে শুধুমাত্র অর্থের লোভে।  

হাতির মৃত্যুর বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ মো. আবু জাকারিয়া কাছে জানতে চাইলে তিনি জানান, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বন্যহাতি মৃত্যুর খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে যায়। ওই সংরক্ষিত বনাঞ্চল দুর্গম এলাকায় হওয়ায় ঐসময় ডাক্তার নেয়া সম্ভব হয়নি। হাতিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে রবিবার ময়নাতদন্ত করা হয়েছে। হাতি মৃত্যুর ঘটনার কারণ জানতে এখন পর্যন্ত অনুসন্ধানের চেষ্টা চলছে বলে তিনি জানান।