খাগড়াছড়ির
দীঘিনালায় পানিতে ডুবে ফাহিম হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।নিহত ফাহিম
হাসান দক্ষিণ মিলনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে কবাখালী সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানায়, রোববার
সকালে কবাখালী জালালাবাদ জামে মসজিদের পুকুরের পাশে খেলার সময় সাথে থাকা টায়ার পানিতে
পড়ে গেলে, সে টায়ার তোলার চেষ্টা করে। এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে কিছুক্ষণ পরে অন্য বন্ধুরা দেখতে পেয়ে পানি থেকে তুলে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার অফিসার
ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।