রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সম্মেলন

 

মাদক পাচার রোধ, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কাঁটা তারের বেড়া নির্মাণ অবৈধ অনুপ্রবেশ রোধে খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে
বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম সাউথ ইস্ট রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল
মোহাম্মদ আল মাসুম। বিএসএফ ৮ সদস্যের নেতৃত্বে দেন ভারতের ত্রিপুরা ফন্টিয়ার হেডকোয়াটারের
আইজি এস আর ওঁঝা।

বৈঠকে
বিজিবির খাগড়াছড়ি সদর বিজিবি
সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ
মোয়াজ্জেম হোসেন, গুইমারা সেক্টর
কমান্ডার কর্ণেল মোঃ আবদুল্লাহ
আল মামুন, রামগড় ৪৩ বিজিবির
অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর
রশিদ, চট্টগ্রাম সাউথ ইস্ট
রিজিয়নের অফিসার লে. কর্ণেল
এআরএম নাছিরুদ্দিন একরাম, গুইমারা
বিজিবি হাসপাতালের স্টাফ অফিসার
লে. কর্ণেল মোঃ আবদুল ওয়াহাব,
রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক
মেজর হুমায়ুন কবির, ৪০বিজিবির
স্টাফ অফিসার জিয়াউল হোসাইন।

এছাড়া
বিএসএফ কর্মকর্তাদের মধ্যে ত্রিপুরা
ফন্টিয়ার হেডকোয়াটার ডিআইজি (অপারেশন)
দীনেশ কুমার বোরা, ত্রিপুরা
ফন্টিয়ার হেড কোয়াটারের ডিআইজি
(জি) মৃত্যুঞ্জয় কুমার, উদয়পুর
হেড কোয়াটারের ডিআইজি চন্দ্র
প্রকাশ সাক্সইনা, ৫১ বিএসএফর
অধিনায়ক জিদাই লাল মীনা,
পানি সাগর সেক্টরের ডিসি
(জি) সৌরভ শ্রীভাস্তাবা, উদয়পুর
সেক্টর হেড কোয়াটারের ডিসি
(জি) হৃশী কুমার, ত্রিপুরা
পন্টিয়ারের ডিসি সাতেন্দার সিং।

এর
আগে, সকাল ১০টার দিকে
সীমান্তবর্তী মৈত্রী সেতু ১
নির্মাণ পথে ফেনী নদী পার
হয়ে বিএসএফের প্রতিনিধি দল
বাংলাদেশে প্রবেশ করেন। এসময়
বিজিবির সেক্টর কমান্ডারগণ ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে
স্বাগত জানান।। বৈঠক শেষে
বিজিবির প্রতিষ্ঠাকালীন ইউনিটের স্মরণে
নির্মিত স্মৃতিসৌধে (বিডিআর) শ্রদ্ধা
নিবেদন করেন দুই দেশের প্রতিনিধি
দলের সদস্যবৃন্দ।