সড়ক দূর্ঘটনায় নিহত সাজেক থানা ছাত্রলীগ সভাপতির বাড়িতে শোকের ছায়া

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুবেলের বাড়িতে শোকের ছায়া।

মোহাম্মদ রুবেল মঙ্গলবার (৩নভেম্বর) সন্ধায় মোটরসাইকেল যোগে সাজেক থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে অটোরিক্সার সাথে মোখমুখী সংঘর্ষে মারা যান। আজ দুপুরে মরদেহের ময়না তদন্ত শেষে  তার নিজ বাড়ী বাগাইহাটে পৌছালে। জেলা এবং  উপজেলা আওয়ামীলীগ ছাত্রলীগসহ সকল নেতাকর্মীদের শোকের ছায়া পরে
গেছে।
এসময় শেষবারের মত মরদেহ দেখতে ভিড় করেন সাজেকের পাহাড়ী বাঙ্গালীসহ 
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যাক্তি জীবনে মোহাম্মদ রুবেল খুবই ভালো মনের মানুষ ছিলেন তিনি। 

মঙ্গলবার (৪নভেম্বর) বিকাল  টায় বাঘাইহাট কেন্দ্রিয় কবর স্থানে তাকে দাফন করা হয়।