চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক
এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম অনিল চন্দ্র শীল (৫৮)। তার নিজ বাড়ি উপজেলার
খাগরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ১৯৮৪ সালে বান্দরবানের থানচি থানায়
অনিল চন্দ্রের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ১৯৮৯ সালে ওই
মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সাজা ঘোষণার পর তিনি ওমানে পালিয়ে যান।
বছর পাঁচেক আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর গ্রামের বাড়িতে না এসে বিভিন্ন জেলায় পালিয়ে
থাকতেন তিনি।
ওসি আরও বলেন, গতকাল অনিল চন্দ্র বাড়িতে এসেছেন, এমন তথ্যের
ভিত্তিতে সন্ধ্যায় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ
অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি সাজা ঘোষণার পর থেকে বিদেশে ও দেশে
পালিয়ে থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। গত সোমবার আদালতের মাধ্যমে
তাঁকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।