খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জেল হত্যা দিবস–২০২০ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ।
মঙ্গলবার (৩রা নভেম্বর) সকালে পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা ও সকল সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অল্প কিছুদিন পরেই বঙ্গবন্ধুর আস্থাভাজন উত্তরসুরী জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল। মুলত ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের এই দিনে জাতিকে নেতৃত্ব শুন্য করার লক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক উপ–রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ হ ম কামারুজ্জামানকে গুলি করে হত্যা করে স্বাধীনতা বিরোধী ঘৃন্য চক্রান্তকারীরা।