মংচাথোয়াইপ্ররু মারমা আর নেই

 

বাংলাদেশ জাতীয়তাবাদলের রোয়াংছড়ি উপজেলার অবঃ শিক্ষক  মংচাথোয়াইপ্ররু মারমা আর নেই। তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন শারীরিক রোগে ভোগছিলেন

মঙ্গলবার ( নভেম্বর ২০২০) বিকাল ৩টার দিকে মৃ্ত্যুবরণ করেন অবঃ শিক্ষক  মংচাথোয়াইপ্রু মারমা মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

জানা যায়মংচাথোয়াইপ্ররু মারমা ২০০৯ থেকে ২০২০ সাল পযর্ন্ত উপজেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।