বরকল উপজেলায়
গোপন সংবাদের বিত্তিতে
অভিযান পরিচালনা করে বরকল বাজার থেকে ২ লিটার মদসহ
হাতেনাতে এক মদ ক্রেতা
কে আটক করা হয়। একইসাথে
বরকল কিয়াংপাড়ায় অভিযান চালিয়ে তিন লিটার চোলাই মদ
ও ৫৫লিটার ওয়াশ(দশীয় মদ তৈরীর সরঞ্জাম)সহ
হাতেনাতে এক মিহলাকে আটক করে বরকল থানা
পুলিশ।
শনিবার বরকল মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন এর নের্তৃতে বরকল
বাজার ও কিয়াং পাড়ায়
অভিযান পরিচালনার সময় ৫ লিটার চোলাই মদ
ও ৫৫ ওয়াশ(দশীয় মদ তৈরীর সরঞ্জাম) ২
জনকে আটক করা ।
আটককৃতদের বিরুদ্ধে মাদক
দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর
২৪ (ক) ৩৭ ধারায় ডায়েরী নং ৯৩৫ ও
মামলা নং–৫ উল্লেক্ষ্য
করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।