সৃষ্টিকর্তার কাছে জগতের অপরাধ ফানুসে লিখে পৌঁছালো শিশুরা

 

করোনাকালীন সময়েও
মানুষের
সামাজিক পরিবর্তন হয়নি। এখনও
 ধর্ষণ মাদকসহ বাল্য বিয়ে বেড়েই
চলছে।
এই সব ফানুস আকাশে
উড্ডায়নের মাধ্যমে সৃষ্টিকর্তাকে
 সামাজিক অপরাধগুলো জানানো।
শনিবার
রোববার রাতে এমন
এক
 ভিন্ন ধর্মী কর্মসূচি পালন করেছে বান্দরবানের
রংরাঙ
আর্ট স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবি বার্তা নিয়ে শত শত ফানুস আকাশে
উড়ানোর মাধ্যমে।

এই প্রসঙ্গে সমাজকর্মী লিমিয়া বলেন, করোনাকালীন একটি উপলব্ধি পেয়েছি, অনেক মানুষ ঘরে বসে ধাকলেও সামাজিক সমস্যাগুলোর পরিবর্তন হয়নি। আর তাই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ, মাদকের বার্তাগুলো ফানুসের মধ্যে লাগিয়ে সৃষ্টিকর্তার কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

এই
প্রসঙ্গে
আর্ট
স্কুলের
প্রতিষ্ঠাতা
খিং
সাই
মং
বলেন,
আমরা
নিজ
প্রতিষ্ঠিত
আর্ট
স্কুলের
শিক্ষার্থীদের
আঁকা
সচেতনতার
মূলক
বার্তা
সংম্বলিত
বিভিন্ন
ছবি

বার্তা
ছড়িয়ে
দেওয়ার চেষ্টা করছি। তাই এবারের
প্রবারণা  একটু
ভিন্ন
আঙ্গিকে পালন করা হচ্ছে। কিছু ভিন্ন বার্তা নিয়ে আমরা আকাশে ফানুস উড়াচ্ছি।