নদীর স্রোতে মারা গেল দাদা, বেঁচে গেলো নাতি

 

 খাগড়াছড়ির
মাটিরাঙ্গা উপজেলায় নাতিকে সাথে নিয়ে জমি দেখতে গিয়ে গোমতি নদী পার হওয়ার সময় স্রোতে
 পানিতে ডুবে মো. আবুল গাজী নামে
এক বৃদ্ধ মারা গেছেন।
 কিন্তু অলৌকিক
ভাবে বেঁচে গেছে নিহতের নাতি মো. শাহাদাত হোসেন।
 

গতকাল শনিবার
দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল গাজী গোমতি ইউপির মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
তার অকাল এই মৃত্যুতে আনেকে শোকাহত হয়েছেন।

নিহতের ছেলে
মো. কামাল হোসেন আমাদের কে জানান, আমার ছেলে কে সঙ্গে নিয়ে বাংলাটিলায় আমাদের জমি
দেখতে যান বাবা । জমি দেখা শেষ করে বাড়ি ফেরার পথে আমার ছেলেকে কাঁধে নিয়ে গোমতি
নদী পার হওয়ার সময় পানির স্রোতে তলিয়ে যান। দুই কিলোমিটার দূরে গোমতি ব্রিজের পাশ
থেকে এলাকার মানুষ বাবার মরদেহ উদ্ধার করে।