পর্যটন স্পট হতে পারে বান্দরবানের ‘আল্লাহ পর্বত’

 

সাম্প্রতিক
সময়ে গুগল ম্যাপের স্যাটেলাইটে ধরা পড়ে অদ্ভূত এক ঘটনা। বান্দরবান জেলার নাফাকুম
থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি জায়গায় আরবিতে ‘আল্লাহু’ লেখা  নকশা দেখা যায়।


জুম করলেই
পাহাড়ের ছোট ছোট  খাঁজের মাধ্যমে বিভিন্ন
অংশের বাঁকগুলো মিলিতভাবে আরবিতে ‘আল্লাহু’ লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। এই অসাধারণ
নকশাটি তৈরি হয়েছে অনেকগুলো পাহাড় একত্রে থাকার কারণে ।

 

এই সংবাদ টি
প্রকাশ করার পর থেকে সামাজাকি গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গুগল ম্যাপে এই
বিষয়টি যাচাই করার জন্য অনেক পাঠক নিজেরা এই সত্যতা দেখতে পেয়ে অবাক হয়ে পড়ে।

ইতোমধ্যে
পাহাড়টির গুগল ম্যাপের ছবি ফেসবুকসহ বিভিন্ন
 সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই পাহাড়টিকে
সংরক্ষণের দাবি করেছেন। অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, আবার নকশাটি বিকৃত করার জন্য
কোনো কোনো মহল থেকে ষড়যন্ত্র হতে পারেএই প্রাকৃতিকভাবে সৃষ্ট আল্লাহু শব্দের এই
অপূর্ব নকশাটি বিকৃত করার জন্য তাই এটিকে যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান।