মানিকছড়িতে ছিনতাইয়ের ঘটনায় খেলনা পিস্তলসহ আটকঃ ২

 

মানিকছড়ি উপজেলার কর্ণেল বাগানে গতকাল শুক্রবার রাতে চার ব্যবসায়ী  ছিনতাইয়ের শিকার হয়েছেন এতে প্রায় লক্ষ ৭০ হাজার টাকা, টি মোবাইল সেট একটি পালসার মোটরসাইকেল। পুলিশ  অভিযান চালিয়ে খেলনা পিস্তলসহ ছিনতাইকারীকে আটক করেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি বাজার বিকাশ ব্যবসায়ী মো. বেলাল হোসেন, সার কীটনাশক ব্যবসায়ী মংক্য মারমা, কসেমেটিকস ব্যবসায়ী মো. তাজুল ইসলাম আবদুর রব দুই মোটরসাইকেলে শুক্রবার রাত ১০ টার দিকে কর্ণেল বাগান সড়ক হয়ে বাড়িতে যাওয়ার পথে মুখোশ পরা অস্ত্রধারী জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ব্যবসায়ীর নিকট থেকে নগদ প্রায় লক্ষ ৭০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।

 

খবর পেয়ে মানিকছড়ি থানা রাতভর অভিযান পরিচালনা করে একটি খেলনা পিস্তলসহ সুজয় তালুকদার (২৬), পিতা দশরথ তালুকদার স্বপন দাশ ওরপে স্বপন (২৭), পিতা পরিমল দাশ, গ্রাম কর্ণেল বাগান মানিকছড়িকে আটক করতে সক্ষম হলেও কোন মালামাল এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

আটকৃত ব্যক্তিরা ঘটনার সাথে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিলেও ছিনতাই হওয়া অর্থ, মোবাইল মোটরসাইকেল সম্পর্কে কিছুই বলেনি।