এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণককে লাল কার্ড

 

বান্দারবানে
অভিনব
দৃশ্য দেখা গেছে, এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণককে লাল কার্ড । স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ণ সংঘের পরিচালনায় শিক্ষার্থীদের টিফিনের টাকায়  আয়োজিত অনুষ্ঠানে
মাদক ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের  সামনে  কর্মসূচি পালন করা হয়।

 

সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ধর্ষণবিরোধী শপথ পাঠ করে। এসময় শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ণ সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন,আমরা তিন বছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করি। বর্তমান সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকার পর ও ৪৭ টি জেলায় পর্যন্ত ৮৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।